বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা, সবার ম্যাচ দেখা যাবে টিভি ও ইউটিউবে

বিশ্ব ক্রীড়াঙ্গনের ব্যস্ত সূচিতে আজও রয়েছে অনেকগুলো ম্যাচ। ক্রিকেট ফুটবলসহ নানান ম্যাচ সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে। সরাসরি খেলা দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন ভক্তরাও। আজ ১৭ জুলাই সোমবার। টিভির পাশাপাশি ইউটিউবেও সরাসরি দেখতে পাবেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯, ভারত ‘এ’ দল এবং পাকিস্তান ও শ্রীলঙ্কার জাতীয় দলের খেলা।
সকাল ৬-৩০ মিনিটে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের ম্যাচ। মুখোমুখি হবে লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক। ম্যাচটি দেখা যাবে স্পোর্টস ১৮-১ চ্যানেল।
এরপর সকাল ৯টায় শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের ৫ম যুব ওয়ানডে। সরাসরি কোনো টিভি নয়, দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।
সকাল ১০টায় শ্রীলঙ্কার গল স্টেডিয়ামে গল টেস্টের ২য় দিনের খেলায় মাঠে নামবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ম্যাচটি দেখা যাবে সনি স্পোর্টস টুতে।
এরপর রয়েছে ইমার্জিং এশিয়া কাপ। ভারত ও নেপালের ‘এ’ দলের মধ্যেকার ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ওয়ান।
বিভি/এজেড
মন্তব্য করুন: