রৌপ্য জেতার পর এশিয়ান স্কুল দাবায় এবার স্বর্ণ জিতলেন খুশবু

ফাইল ছবি
উজবেকিস্তানের তাসখন্দে চলছে এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপ স্ট্যান্ডার্ড দাবা। গত শুক্রবার র্যাপিড দাবায় রৌপ্যপদক জেতা খুদে দাবাড়ু ওয়ারসিয়া খুশবু এবার জিতেছেন স্বর্ণপদক। বালিকা অনূর্ধ্ব-১১ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার খুশবু স্বর্ণপদক জিতেছেন। এবারের আসরে খুশবুর এটা দ্বিতীয় পদক।
তাসখন্দে স্ট্যান্ডার্ড দাবার নবম রাউন্ড অনুষ্ঠিত হয় স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের এবিলেকিযি বিবিসারার সঙ্গে সমান পয়েন্ট পায় খুশবু। পরে টাইব্রেকিং পদ্ধতিতে সোনা জেতে সাউথ পয়েন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে ৩টি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছিল খুশবু।
এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১১ (বালিকা) বিভাগে ১০টি দেশের ২২ খেলোয়াড় অংশগ্রহণ করে। সব মিলিয়ে এই টুর্নামেন্টে বয়সভিত্তিক ৭টি ক্যাটাগরিতে এশিয়ার ১৭টি দেশের ৩২৪ জন দাবাড়ু অংশ নিয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: