• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টিভিতে আজ সরাসরি দেখবেন যেসব খেলা

প্রকাশিত: ০৯:৪৭, ১৪ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
টিভিতে আজ সরাসরি দেখবেন যেসব খেলা

অনুশীলনে অ্যাতলেটিকো ও ম্যানইউর ফুটবলাররা।

বিশ্বক্রীড়ার ব্যস্ত সূচিতে আজও ব্যস্ত থাকবে টিভি চ্যানেলগুলো। ক্রিকেট-ফুটবল মিলিয়ে রমরমা কিছু ম্যাচ রয়েছে আজ (‌১৪ আগস্ট)। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই দিন লা লিগায় মৌসুম শুরু হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের। 

চলুন একনজরে দেখে নিই টিভিতে আজকের খেলার সূচি:

লঙ্কা প্রিমিয়ার লিগ
বি লাভ ক্যান্ডি বনাম ডাম্বুলা অরা
রাত আটটা, সরাসরি স্টার স্পোর্টস-৩

দ্য হানড্রেড
ট্রেন্ট রকেটস বনাম ওয়েলশ ফায়ার (নারী)
রাত আটটা, সরাসরি সনি স্পোর্টস-৫
ট্রেন্ট রকেটস-ওয়েলশ ফায়ার (পুরুষ)
রাত সাড়ে ১১টা, সরাসরি সনি স্পোর্টস-৫

ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম উলভারহ্যাম্পটন
রাত একটা, সরাসরি স্টার স্পোর্টস সিলেক্ট-১

স্প্যানিশ লা লিগা
অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম গ্রানাডা
রাত দেড়টা,সরাসরি র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১।

বিভি/এজেড

মন্তব্য করুন: