• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেনাবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ১৮ মে ২০২৩

ফন্ট সাইজ
সেনাবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ১৭ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার (১৮ মে) বিকালে কুমিল্লা সেনানিবাসে ফাইনাল খেলায় ৫৫ পদাতিক ডিভিশনকে হারিয়ে শিরোপা জেতে ১৭ পদাতিক ডিভিশন।পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

১৩ই মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৭ পদাতিক ডিভিশন ও ৫৫ পদাতিক ডিভিশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ১৭ পদাতিক ডিভিশন ৯ পয়েন্ট বেশি নিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের সাথে জয় লাভ করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

এই সময় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের সৈনিক রুহুল আমিন এবং নবীন খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন ৪৬ স্বতন্ত্র পদাতিক ডিভিশনের খেলোয়াড় মনিরুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ; কুমিল্লা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভি/এসএমপি/এজেড

মন্তব্য করুন: