• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাঁচ জাতি বাস্কেটবলে রানার্সআপ বাংলাদেশ

প্রকাশিত: ১৯:০৬, ২৩ জুন ২০২৩

ফন্ট সাইজ
পাঁচ জাতি বাস্কেটবলে রানার্সআপ বাংলাদেশ

ভুটানের কাছে এক পয়েন্টে ফাইনাল হেরে মালদ্বীপে পাঁচ জাতি বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশকে ৬১-৬০ পয়েন্টে হারিয়ে ভুটান শিরোপা জিতে নেয়।

গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে যাওয়া ভুটান ফাইনালে শুরু থেকেই প্রতিরোধ গড়ে। প্রথম কোয়ার্টারে সমান তালে লড়াই চলার পর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে অনেক পয়েন্টে এগিয়ে যায় ভুটান। 

শেষ কোয়ার্টারে দুর্দান্তভাবে ফিরে আসে বাংলাদেশ। ভুটানের পয়েন্ট ৫৫-তে বেধে রেখে বাংলাদেশ ক্রমান্বয়ে পয়েন্ট নিতে থাকে। এক পর্যায়ে ব্যবধান দাঁড়ায় ২ পয়েন্ট। 

এক দিকে সময় শেষ হয়ে আসছে, অন্যদিকে ব্যবধান এক-দুই থেকে যাচ্ছে। শেষ তিন মিনিটে প্রচন্ড চাপ নিয়ে সমতাও আনে বাংলাদেশ। এরপর ভুটান এগিয়ে গেলে বাংলাদেশ শেষ মিনিটে ফের সমতায় ফিরেও শেষ রক্ষা করতে পারেনি। 

ভুটান ৬১-৬০ পয়েন্টে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে শিরোপার উৎসবে মেতে ওঠে। বাস্কেটবলে ভুটানের কাছে এটাই বাংলাদেশের প্রথম হার।

বিভি/এজেড

মন্তব্য করুন: