• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও’ সাকিবকে নিয়ে রোহিত

প্রকাশিত: ১৬:১৮, ১৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
‘সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও’ সাকিবকে নিয়ে রোহিত

টানা জয়ে বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ নেপালকে হারিয়েছে টাইগাররা। সেখানে বাংলাদেশকে অল্প রানে আটকে দিয়েও ২১ রানে ব্যবধানে হেরেছে নেপাল। ম্যাচের একটা মূহূর্ত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে মুখোমুখি হয়ে আগ্রাসী ভঙ্গীতে কথা বলতে দেখা যায় তানজিম সাকিব ও নেপালের অধিনায়ককে।

আসলে কী হয়েছিল ওই সময়? ম্যাচ শেষে বাংলাদেশের এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত পাউদেল। তিনি বলেন, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। সে আমার দিকে তেড়ে এসে বলছিল মেরে দেখাও। আমি বলেছি যাও বল করো।

এর আগে রোহিত বলেন, আমার মনে হয় তানজিম দারুণ বোলিং করেছে। সে আমাদের উড়িয়ে দিয়েছে। নতুন বলে সে দারুণ করেছে। উইকেট খুবই চ্যালেঞ্জিং ছিল। সে ভালো জায়গায় বল করেছে। সে আমাদের কাজটা কঠিন করে দিয়েছে। 

নেপালের বোলিং ইউনিট নিয়ে খুশি রোহিত। তিনি জানান, বোলিং ইউনিট হিসেবে আমরা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ বোলিং করেছি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেটা করতে পারিনি। বাংলাদেশ আজকে দারুণ বোলিং করেছে। আমরা খুবই বাজে ব্যাটিং করেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের টপ অর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারেনি। আমরা ১০৭ রান করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।

বাংলাদেশের দেওয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৫ রানেই গুটিয়ে যায় নেপাল। এদিন তানজিম হাসান সাকিবের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় নেপালের ব্যাটাররা।

মাচে ৪ ওভার বল করে ২১ ডট বল দিয়ে ৭ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন সাকিব। যার মধ্যে রয়েছে ২টি আবার মেইডেন ওভার। এই ম্যাচে সাকিবই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নেপাল অধিনায়ক।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2