• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার পারলো না অস্ট্রেলিয়া, টানা জয়ে সেমিফাইনালে ভারত

প্রকাশিত: ১৫:০৫, ২৫ জুন ২০২৪

ফন্ট সাইজ
এবার পারলো না অস্ট্রেলিয়া, টানা জয়ে সেমিফাইনালে ভারত

সুপার এইটে গ্রুপ ওয়ানের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রান হারিয়ে; টানা তৃতীয় জয় ভারতের। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠলো ভারত। সেন্ট লুসিয়ায় অধিনায়ক রোহিত শর্মার ৯২ রানে তান্ডবে, ৫ উইকেটে ২০৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ৭ উইকেটে ১৮১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। 

এই ম্যাচে পরাজয়ের পরও রান রেটে গ্রুপে দ্বিতীয় স্থানে ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে খেলবে আফগানিস্তান। সেই তুলনায় বাংলাদেশের পথ অনেক কঠিন। এমন সমীকরণ ছিল। কিন্তু বাংলাদেশ পরাজয় বরণ তরায় অস্ট্রেলিয়াও ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।

সেন্ট লুসিয়ার ব্যাটিং স্বর্গে টস জিতেও ব্যাট করেনি মিচেল মার্শের দল। ফিল্ডিং নিয়ে ভারতকে অল্প রানে বেধে ফেলার পরিকল্পনায় দ্বিতীয় ওভারে বিরাট কোহলি শূণ্যরানে আউট। 

তবে অজিদের সেই উল্লাস তৃতীয় ওভারেই মুখ থুবড়ে পড়ে। প্রথম দুই ওভারে ৬ রান, কিন্তু মিচেল স্টাকের্র করা ইনিংসের তৃতীয় ওভারে ৪ ছক্কা ও এক বাউন্ডারীতে ২৯ রান নিয়ে ঝড় তোলানে রোহিত শর্মা। পাওয়ার প্লে'র ৬ ওভারে ৬০ রান। বৃষ্টিতে কিছু সময় খেলা বন্ধ থাকলেও, তাতে ভারতের রানের গতি কমানো যায়নি।  ৫ ছক্কায় ১৯ বলে ৫০ রান; এই বিশ্বকাপে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন রোহিত। 

অস্ট্রেলিয়ার বোলিংকে একাই উড়িয়ে দেন ভারত অধিনায়ক। রোহিতের আক্রমনাত্বক ব্যাটিংয়ের সাথে রিশাভ পন্ত ১৫, সূর্যকুমার যাদবের ৩১ রানে বড় স্কোর ভীত পায় ভারত। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো রোহিতকে বোল্ড করে নিজের দ্বিতীয় ওভারে লজ্জাজনক ২৯ রানের প্রতিশোধ নেন স্টার্ক। শেষ পর্যন্ত ৮ ছক্কায় ৪১ বলে ৯২ রানে ফিরেছেন ভারত অধিনায়ক। অধিনায়কের বিদায়ের পর শিভমান দুবের ২৮ ও হারদিক পান্ডিয়ার অপরাজিত ২৭ রানে; ২০৬ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইন্ডিয়া।        

২০৬ রানের কঠিন টার্গেট, প্রথম এলেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন আর্শাদ্বীপ। তবে ট্রাভিশ হেড ও মিচেল মার্শের ৪৮ বলে ৮১ রানের জুটিতে ঘুড়ে দাড়ানোর সুযোগ পায় অস্ট্রেলিয়া। একবার জীবন পেয়ে ৩৭ করে কুলদ্বীপ যাদবের শিকার অস্ট্রেলিয়ান অধিনায়ক। ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৯৯  রান।

রবিন্দ্র জাদেজার করা ইনিংসের ১১তম ওভারে ১৭ রান নিয়ে ঝড় তোলার চেষ্টা ম্যাক্সওয়েলের। কিন্তু কুলদ্বীপের বোলিংয়ে বোল্ড হয়ে ম্যক্সওয়েল ২০ করে ফিরলে; বড় ধাক্কা খায় অজিরা। এরপর মাকোর্স স্টোয়নিস ২; হেড ৪৩ বলে ৭৬, ম্যাথু ওয়াদে ১ এবং টিম ডেভিড ১৫ রানে ফিরলে; ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে জয়ের রাস্তা থেকে ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। 

টানা তিন জয়ে সেমিফাইনালে ভারত। আর ২৪ রানের পরাজয়ে সুপার এইট থেকেই বিদায় অস্ট্রেলিয়া। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2