• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃষ্টি বাগড়ার সেমিতে টস জিতলো ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত: ২১:৪০, ২৭ জুন ২০২৪

ফন্ট সাইজ
বৃষ্টি বাগড়ার সেমিতে টস জিতলো ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ছবি- ক্রিকইনফো

দেখতে দেখতে বিদায়ের দ্বারপ্রান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটি দলের ফাইনাল নিশ্চিত হয়েছে। আরেকটি দলের অপেক্ষা। আর এই অপেক্ষার ম্যাচে প্রতীক্ষা বাড়িয়েছে বেরসিক বৃষ্টি। গত আসরের সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে এবারের আসরেও। বৃষ্টি বিঘ্নিত সেমিতে টস জিতেছে ইংল্যান্ড। ফিল্ডিং বেছে নেয়ায় আগে ব্যাটিং করবে ভারত। তবে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ম্যাচ।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৮ টায় টস হওয়ার কথা ছিল। তবে এর আগে থেকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় আউটফিল্ডে পানি জমে। টস হতে বিলম্ব হয়। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে টস হয়েছে। 

দুই ঘণ্টায় কয়েক দফায় বৃষ্টি হয়েছে গায়ানায়। ছবি- ক্রিকইনফো

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম ডুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদিপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রেইস টপলে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2