• NEWS PORTAL

  • রবিবার, ১১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘সুইট সিক্সটিন’ মিরা উইম্বলডনের শেষ ষোলোতে

প্রকাশিত: ১০:৩২, ১০ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
‘সুইট সিক্সটিন’ মিরা উইম্বলডনের শেষ ষোলোতে

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস উইম্বলডনে মিরা আন্দ্রিভার স্বপ্নময় পথচলা আরও লম্বা হলো। গতকাল নারী এককের তৃতীয় রাউন্ড জিতে শেষ ষোলোয় উঠেছেন রাশিয়ার 'সুইট সিক্সটিন' টেনিস খেলোয়াড়। 

এ বছর ফ্রেঞ্চ ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার শুরু করেন ১৬ বছরের মিরা আন্দ্রিভা। মাটির কোর্টের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন রুশ টিনএজার। 

রবিবার উইম্বলডনের তৃতীয় রাউন্ডে ২২তম বাছাই স্বদেশী আনাস্তাসিয়া পোতাপোভাকে প্রতিপক্ষ পান আন্দ্রিভা। ঘাসের কোর্টে শুরুতেই নিজের সামর্থ্য তুলে ধরে প্রথম সেট ৬-২'এ জিতে নেন। পরের সেটেও তার ফর্ম আটকাতে পারেননি ২২ বছরের পোতোপোভা। জয় এবার ৭-৫'এ। 

বাছাই পর্ব থেকে উঠে আসা 'ষোড়শী' আন্দ্রিভা শেষ ষোলোয় ২৫তম বাছাই ম্যাডিসন কিসের মোকাবেলা করবেন। তৃতীয় রাউন্ডে আমেরিকান তারকাও ইউক্রেনের মার্তা কস্তিউককে সরাসরি সেটে গুঁড়িয়ে দেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: