• NEWS PORTAL

  • সোমবার, ১২ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিকালে ভুটানের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ফুটবল টিম

প্রকাশিত: ১০:৫০, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:০৪, ১১ মে ২০২৫

ফন্ট সাইজ
বিকালে ভুটানের বিপক্ষে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ ফুটবল টিম

ভারতে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছয় দলের এই চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলা নিশ্চিত করতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় দরকার ফয়সাল-রিফাতদের। অরুণাচলে রবিবার (১১ মে) বিকাল চারটায় মাঠে গড়াবে 'এ' গ্রুপের ম্যাচটি। 

অরুণাচলের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে হচ্ছে এবারের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল। পাহাড়ি এলাকা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১০০ ফুট উঁচুতে খেলতে হচ্ছে বাংলাদেশি খেলোয়ারদের। ছয় দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ফয়সালদের। কিন্তু, ভালো শুরুর আশা দেখিয়েও প্রথম ম্যাচে জয় হাতছাড়া হয় তাদের। মালদ্বীপের বিপক্ষে আধিপত্য দেখিয়ে দুবার এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করে গোলাম রব্বানি ছোটনের দল। গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজী। তিন দলের 'এ' গ্রুপে দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটান প্রতিপক্ষ বাংলাদেশের।

সেমিফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচ জিততে হবে ফয়সাল-রিফাত কাজীদের। সে লক্ষ্যে প্রথম ম্যাচের ভুলগুলো চিহ্নিত করেছেন কোচ ছোটন। ভুটানকে হারাতে কৌশলে পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছেন।

টুর্নামেন্টের 'বি' গ্রুপে স্বাগতিক ভারতের সঙ্গে লড়ছে শ্রীলংকা ও নেপাল। শ্রীলংকাকে ৮-০ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনায় সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ স্বাগতিকরা খেলবে নেপালের বিপক্ষে। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: