রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ

মৌসুমের চতুর্থ 'ক্ল্যাসিকোয়' মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রবিবার (১১ মে) বার্সার অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগায় চির-প্রতিদ্বন্দ্বীর ফিরতি লেগ ম্যাচটি। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের জয় ছাড়া পথ নেই।
অন্যদিকে, মৌসুমে একমাত্র শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বার্সার মাঠে স্বাভাবিকভাবেই সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে রিয়াল।
৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সার কাছে চার পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ জায়ান্টরা। এই ম্যাচের পর দুই দলেরই হাতে থাকবে তিনটি করে ম্যাচ। রিয়াল শিবিরে চোটের থাবা আছে। দানি কার্বাহল, এদের মিলিতাও, আন্তোনিও রুডিগার, ফাঁরলা মেন্দি, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাভিঙ্গা চোটের কারণে মাঠের বাইরে। এল ক্লাসিকোয় তাদের না পাওয়া অবশ্যই রিয়াল কোচের মাথাব্যথার কারণ। সেক্ষেত্রে বেঞ্চের শক্তিই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কার্লো আনসেলোত্তির জন্য।
চোট আছে বার্সা ক্যাম্পেও। জুলস কুন্দে, মার্ক কাসাদো ও মার্ক বের্নালকে এ ম্যাচে পাবেন না কোচ হ্যান্সি ফ্লিক।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: