• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রথম অবাছাই হিসেবে উইম্বলডনের ফাইনালে মার্কেতা ভন্দ্রোউসোভা

প্রকাশিত: ১৩:৪৬, ১৪ জুলাই ২০২৩

আপডেট: ১৭:০১, ১৪ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
প্রথম অবাছাই হিসেবে উইম্বলডনের ফাইনালে মার্কেতা ভন্দ্রোউসোভা

ফাইল ছবি

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম অবাছাই খেলোয়াড় হিসেবে উইম্বলডনের নারী এককে মার্কেতা ভন্দ্রোউসোভা ফাইনালে উঠেছেন। শনিবার (১৫ জুলাই) শিরোপার লড়াইয়ে চেক কন্যার প্রতিপক্ষ গতবারের ফাইনালিস্ট তিউনিশিয়ার ওন্স জাবের।

গ্র্যান্ড স্ল্যাম টেনিসে আগেও একবার ফাইনাল খেলেছেন ভন্দ্রোউসোভা। সেটিও ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে তার প্রথম অংশগ্রহণে। সেবার গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা হয়নি চেক কন্যার। এবার সেই হাতছানি উইম্বলডনে। বছরের এই তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিসেও প্রথমবার খেলছেন ২৪ বছর বয়সী ভন্দ্রোউসোভা। 

শিরোপার স্বপ্ন নিয়ে সেমিতে ইউক্রেনের এলিনা এস ভি তোলিনাকে ৬-৩, ৬-৩ গেমে উড়িয়ে দেন চেক তারকা। অন্য সেমিফাইনালে গতবারের রানারআপ ওন্স জাবেরের জয়টা সহজ হয়নি। 

এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কোর বিপক্ষে প্রথম সেট টাইব্রেকে ৫-৭ ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ান গত বছর ইউএস ওপেনের ফাইনালে খেলা তিউনিশিয়ান কন্যা। তার দুর্দান্ত নৈপুণ্যের কাছে পরের দুই সেটে ৪-৬ ও ৩-৬ গেমে হার মানেন বেলারুশ তারকা। জাবেরের সামনেও প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2