• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হেরে ওয়ানডে সিরিজের যাত্রা শুরু টাইগারদের

প্রকাশিত: ২২:৩২, ২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
হেরে ওয়ানডে সিরিজের যাত্রা শুরু টাইগারদের

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ধসে এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে  যেতে হয় আরও ছয় টাইগারকে। মাত্র ৫ রান করতে গিয়ে ৭ উইকেট হারায় বাংলাদেশ। ২১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের জয়ের স্বপ্ন ম্লান হয়ে যায়।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ভালো শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। ইমন উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। ১৩ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে তামিমকে ভালো সঙ্গ দিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। এই দুজনের জুটিতে জয়ের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। ১৭তম ওভারেই দলীয় শত রান স্পর্শ করেছিল বাংলাদেশ। তবে হঠাৎ রান আউটে কাটা পড়েন শান্ত। ২৬ বলে ২৩ রান করেছেন তিনি।

শান্ত ফেরার পরই ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে। ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন বাংলাদেশের আরো ৬ ব্যাটার। লিটন দাস, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম সাকিব ও তাসকিন আহমেদের সবাই ব্যর্থ ছিলেন। তাদের মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন ডাক খেয়েছেন।

লিটন দাস শূন্য রানে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ। তানজিদ তামিম ৬১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৬২ রান করে সাজঘরে ফেরেন। কামিন্দু মেন্ডিসের বলে আউট হন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গার ঘূর্ণিতে মেহেদী হাসান মিরাজ এলবি ০ রানেই। তানজিম সাকিব ), তাসকিন আহমেদ শূন্য ও তানভীর ইসলাম করেন ৫ রান। জাকের আলী একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন। ফিফটিও করেন তিনি। শেষ ব্যাটার হিসেবে জাকের আউট হন ৬৪ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ করে।

লঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০ রানে নেন ৪টি উইকেট। ৩ উইকেট পান কামিন্দু মেন্ডিস। এর আগে চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল এক সেঞ্চুরির পরও ৪৯.২ ওভারে ২৪৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2