উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-আলকারাস দ্বৈরথ

উইম্বলডনের ফাইনালে জোকোভিচ-আলকারাস দ্বৈরথ
উইম্বলডনের ফাইনালে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ হয়েছেন কার্লোস আলকারাস। সেমিফাইনালে দানিল মেদভেদেভকে হারান আলকারাস। রবিবার হবে শিরোপা নির্ধারনী লড়াই।
সেন্টার কোর্টে দ্বিতীয় সেমি-ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখান আলকারাস। তার দাপুটে পারফরম্যান্সের সামনে কোন প্রতিরোধই গড়তে পারেননি র্যাঙ্কিংয়ে তিনে থাকা দানিল মেদভেদেভ।
২০২১ সালের ইউএস ওপেন জয়ী এই তারকাকে সরাসরি সেটে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন স্প্যানিশ তারকা আলকারাস। দ্বিতীয়বার কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন তিনি।
২০২২ সালে প্রথমবার ইউএস ওপেনের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হয়েছিলেন আলকারাস। প্রথম সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারান নোভাক জোকোভিচ।
সর্বোচ্চ ২৩ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি নিজের দখলে রাখা এই সার্বিয়ান তারকার সামনে উইম্বলডনে টানা পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। জিতলে রজার ফেদেরারের রেকর্ড আট শিরোপা স্পর্শ করবেন তিনি।
বিভি/এজেড
মন্তব্য করুন: