মাদ্রিদ ওপেনে দ্বিতীয়বার শিরোপা জিতলেন সাবালেঙ্কা

শিরোপা হাতে নিয়ে আরিনা সাবালেঙ্কার উদযাপন
মেয়েদের মাদ্রিদ ওপেন টেনিসে দ্বিতীয়বার শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। রবিবার (৭ মে) ফাইনালে বিশ্বের নাম্বার ওয়ান পোলিশ তারকা ইগা শিয়াওতেককে ২-১ সেটে হারান দ্বিতীয় বাছাই বেলারুশ কন্যা।
সপ্তাহ দুয়েক আগে ইগা শিয়াওতেকের কাছে জার্মানির স্টুটগার্ট ওপেনের ফাইনাল হেরেছিলেন আরিনা সাবালেঙ্কা। সেদিক থেকে রবিবার মাদ্রিদ ওপেনের ফাইনাল তার জন্য ছিলো প্রতিশোধের।
বেলারুশ কন্যাও ম্যাচে আধিপত্য নিয়ে প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন। গত বছরের ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ইগা, পরের সেটেই ঘুরে দাঁড়ান। জয় তুলে নেন ৬-৩ গেমেই।
শিরোপা নির্ধারণী তৃতীয় সেটেরও মীমাংসা হয় ৬-৩ গেমে। শ্রেষ্ঠত্ব দেখান এ বছরের অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আরিনা। বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস কন্যার মাদ্রিদ ওপেনের দ্বিতীয় শিরোপা এটি। গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে ইগা দু'বার, আরিনা একবার শিরোপা জিতেছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: