ফ্রেঞ্চ ওপেন: শেষ আটে নোভাক, শিরোপার পথে সুইয়াটেক

নোভাক জকোভিচ (বায়ে) ও ইগা সুইয়াটেক
বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টেনিস ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপার দাবি নিয়ে শেষ ষোলোয় উঠেছেন মেয়েদের র্যাঙ্কিংয়ে শীর্ষ তারকা ইগা সুইয়াটেক। শেষ ৩২-এ চীনের ওয়াং ঝিনিউকে সরাসরি সেটে গুঁড়িয়ে দিয়েছেন শীর্ষবাছাই পোলিশ কন্যা। একই সঙ্গে শেষ ষোলোর ম্যাচ জিতে শেষ আটে উঠেছেন নোভাক জকোভিচ।
রোলাঁ গারোয় ২০২০ ও ২০২২ সালে শিরোপা জিতেছিলেন ইগা সুইয়াটেক। গত বছর ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হয়ে গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ারে তৃতীয় শিরোপা হাতে নেন গত ৩১ মে ২২ বছরে পা রাখা পোলিশ টেনিস কন্যা।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস থেকে সেমিফাইনালে বিদায় নেওয়া সুইয়াটেক মরিয়া ফ্রেঞ্চ ওপেনে তার তৃতীয় শিরোপা জিততে। লাল মাটির দুর্গে শুরুর দাপট শেষ ৩২-য়েও ধরে রাখেন পোলিশ তারকা। চীনের ওয়াং ঝিনিউ বিধ্বস্ত হন ৬-০, ৬-০'তে।
এদিকে ছেলেদের এককে সার্বিয়ান সুপারস্টার নোভাক জকোভিচ ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় আর গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ২৩তম শিরোপার হাতছানিতে শেষ আটে উঠেছেন। শেষ ষোলোয় পেরুর হুয়ান পাবলো ভারিয়াসকে সরাসরি ৬-৩, ৬-২, ৬-২ গেমে গুঁড়িয়ে দেন সার্বিয়ান সুপারস্টার।
রোলাঁ গারোয় রেকর্ড ১৪ শিরোপা জেতা রাফায়েল নাদালকে টপকে সবচেয়ে বেশি ১৭বার কোয়ার্টার ফাইনালে উঠলেন জকোভিচ। দুই তারকাই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন ২২টি করে।
বিভি/এজেড
মন্তব্য করুন: