• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

এক বছর পর উইম্বলডনের এককে ভেনাস

প্রকাশিত: ১৭:২৪, ২২ জুন ২০২৩

ফন্ট সাইজ
এক বছর পর উইম্বলডনের এককে ভেনাস

ভেনাস উইলিয়ামস

এক বছর পর উইম্বলডন টেনিসের নারী এককে ফের দেখা যাবে টুর্নামেন্টটির পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস উইলিয়ামসকে। 'ওয়াইল্ডকার্ড' নিয়ে বছরের এই তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে টেনিসে খেলার সুযোগ পেয়েছেন ৪৩ বছর বয়সী আমেরিকান তারকা। 

চোটের কারণে পাঁচ মাস বাইরে থাকার পর এই মাসেই কোর্টে ফেরেন ভেনাস উইলিয়ামস। এখন খেলছেন বার্মিংহাম ক্লাসিকে। এই ডব্লিউটিএ ট্যুর টুর্নামেন্টে গত সোমবার ইতালির কামিলে গিওর্গিকে ২-১ সেটে হারিয়ে শেষ ষোলোয় ওঠেন ভেনাস। 

উইম্বলডনে পাঁচবার ও ইউএস ওপেনে দুইবার সহ ক্যারিয়ারে সাতটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা আমেরিকান তারকার র‌্যাঙ্কিংয়ে বর্তমান অবস্থান ৬৯৭। র‌্যাঙ্কিংয়ে যে সব খেলোয়াড়ের অবস্থান টুর্নামেন্টে যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট নয়, তাদেরকে অতীত পারফরমেন্সের ভিত্তিতে 'ওয়াইল্ডকার্ড' দিয়ে খেলার সুযোগ করে দেওয়া হয়। 

ভেনাসের পাশাপাশি ইউক্রেনের ২৮ বছর বয়সী তারকা এলিনা এসভিতোলিনাকেও 'ওয়াইল্ডকার্ড' দিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। র‌্যাঙ্কিংয়ের এই সাবেক তিন নম্বর তারকা মার্তৃকালীন বিরতির পর ফিরে এবারের ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2