বিশ্বকাপ লড়াই শুরু, মুখোমুখি কাতার-ইকুয়েডর (দেখুন সরাসরি)
দীর্ঘ অপেক্ষার অবসান হলো। মরুর বুকে ফুটলো বিশ্বকাপের ফুল। আলোর ঝলকানি দিয়ে মাঠে গড়িয়েছে কাতার বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনের উদ্বোধনী ও একমাত্র ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
‘এ’ গ্রুপের ম্যাচে রাত দশটায় কাতারের আল খোর রাজ্যের আল বায়াত স্টেডিয়ামে শুরু হচ্ছে এশিয়া ও লাতিন দ্বৈরথ। কাতার এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে। আর লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে নামছে ইকুয়েডর।
আরও পড়ুন:
ফিফা র্যাংকিংয়ে কাতারের স্থান ৫০ আর ইকুয়েডরের ৪৪। প্রায় পাশাপাশি চলা দুই দলের ম্যাচে শক্তি ও অভিজ্ঞতার বিচারে ইকুয়েডর বেশ এগিয়ে।
আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারো নিজের একাদশ সাজিয়েছেন। ইকুয়েডরের বস এবার পরীক্ষামূলক স্কোয়াড নিয়েই কাতারে এসেছেন।
অন্যদিকে স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ কাতারকে এশিয়ার চ্যাম্পিয়নই বানিয়েছে। তাই তার সিদ্ধান্তের প্রতিও নজর থাকবে সবার।
বিভি/এজেড
মন্তব্য করুন: