• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আহত নেইমারকে খোলা চিঠিতে যা লিখলেন বিশ্বকাপজয়ী রোনালদো

প্রকাশিত: ১৭:৩৯, ২৯ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
আহত নেইমারকে খোলা চিঠিতে যা লিখলেন বিশ্বকাপজয়ী রোনালদো

বিশ্বকাপের হেক্সা শিরোপা মিশনে সঠিক পথেই এগোচ্ছে ব্রাজিল। তবে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে পায়ের যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন নেইমার। যা ব্রাজিল শিবিরকে একটু হলেও দুর্বল করে দিয়েছে। সেই সঙ্গে ভক্তদের মনে তৈরি হয়েছে শূন্যত।

পায়ে চোটে আপাতত মাঠের বাইরে নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। তাকে খোলা চিঠি লিখেছেন ২০০২ বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম নায়ক রোনালদো নাজারিয়ো দা লিমা।

নেইমারের চোট নিয়ে কিছু গণমাধ্যমে শুরু হয়ে যায় চর্চা। বেশ কিছু সমর্থক তার চোট নিয়ে উল্লাসও প্রকাশ করেন। সেই ঘটনা দেখার পরে আর চুপ করে থাকতে পারেননি ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সেরা নায়ক।

ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে নিজের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘‘তোমার প্রতিভা এতটাই দূরে নিয়ে তোমাকে নিয়ে গিয়েছে যে, এই বিশ্বের প্রত্যকটি কোণে তার জন্য রয়েছে ভালবাসা এবং প্রশংসা। এবং সেই কারণে ও এমন এক জায়গায় নিজেকে নিয়ে গিয়েছে, যার ফলে প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে ঈর্ষা এবং অপপ্রচারের বিরুদ্ধে।’’

রোনালদোকে আরও অবাক করে দিয়েছে নেইমারের চোট নিয়ে বিদ্রুপের ঘটনা। তিনি লিখেছেন, ‘‘তোমার মতো এক তারকার চোট নিয়ে যখন এমন বিশ্রী উৎসব পালন করা হয়ে থাকে, তখন মনে হয় আমরা কত দূর এগোতে পেরেছি? এটা কোন পৃথিবী? আমরা তরুণ প্রজন্মের জন্য তা হলে কী বার্তা দিচ্ছি!’’

ব্রাজিলীয় তারকাকে ঘুরে দাঁড়ানোর সাহস দিয়ে রোনালদো লিখেছেন, ‘‘এমন কিছু মানুষ থাকবেই, যারা সব সময়েই তোমার বিরোধিতা এবং শত্রুতা করেই যাবে। কিছু মানুষ এ ভাবে সমাজকে অসহিষ্ণু এবং ঘৃণ্য মন্তব্যের মাধ্যমে তাকে কলুষিত করে চলেছে, এটা দেখতেই খুব খারাপ লাগে। এই ধরনের মৌখিক কটূক্তি মানসিক ভাবে তোমাকে দুর্বল করে দিতে পারে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে লিখছি, আরও শক্তিশালী এবং গোলের খিদে নিয়ে ফিরে এসো।’’ 

পরে তিনি আরও বলেন, ‘‘তুমি মাঠে এবং মাঠের বাইরে যা করে চলেছ, তার কাছে এই ঈর্ষা অতি ক্ষুদ্র এক বিষয়। এক মুহূর্তের জন্য এটা ভুলো না যে, ব্রাজিল তোমাকে ভালবাসে। কাপুরুষ, ভীরু মানুষদের মাথা তুলতে দিয়ো না। মনে রাখো ব্রাজিলের সিংহভাগ মানুষের তোমার প্রতি ভালবাসা নিয়ে। তুমি আবার ফিরে আসবে নেমার। এই ঈর্ষাই তোমাকে জ্বলে ওঠার রসদ দেবে।’’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2