• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

আইরনম্যান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গর্ব মো. মোস্তাফিজুর রহমান

প্রকাশিত: ২১:৩৪, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইরনম্যান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের গর্ব মো. মোস্তাফিজুর রহমান

বাংলাদেশের এন্ডুরেন্স স্পোর্টস (endurance sports) এ নতুন আলো জ্বেলে দিচ্ছেন ট্রায়াথলেট মোঃ মোস্তাফিজুর রহমান। ২০২৫ সালে মালয়েশিয়ার আইরনম্যান ৭০.৩ (Ironman 70.3) প্রতিযোগিতায় সফলভাবে রেস শেষ করে আইরনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে (Ironman 70.3 World Championship) অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় ইউরোপের স্বর্গরাজ্য স্পেনের মার্বেলাতে, যেখানে বাংলাদেশসহ বিশ্বের ১১৪টি দেশের বাছাই করা সেরা অ্যাথলেটরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা বহন করে তাঁর এই যাত্রা দেশের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন।

মোস্তাফিজুর রহমান ছোটবেলা থেকেই সাঁতারের সাথে গভীরভাবে যুক্ত। নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শেখা শুধু একটি খেলা নয়—এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা, একটি নিরাপত্তা। তিনি মনে করেন, বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোরের সাঁতার শেখা জরুরি, কারণ এটি আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা এবং মানসিক শক্তি—সবকিছুকে উন্নত করে। ভবিষ্যতে দেশের শিশুদের জন্য সাঁতার ও মাল্টি-স্পোর্টস প্রশিক্ষণ প্রসারে কাজ করার লক্ষ্য তাঁর।

আইরনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পথটা ছিল বহু চ্যালেঞ্জের। চাকরি, পরিবার, প্রশিক্ষণ—সবকিছু একসঙ্গে সামলে তাঁকে প্রস্তুত হতে হয়েছে। ওপেন ওয়াটার সাঁতার, কঠিন আবহাওয়া, দীর্ঘ দূরত্বের সাইক্লিং—সব মিলিয়ে এই ইভেন্ট ছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। তবুও বাংলাদেশের পতাকা উঁচু রাখতে তিনি দৃঢ় সংকল্পে রেস সম্পন্ন করেন।

এর আগে তিনি নেপালের পোখারায় অনুষ্ঠিত ফিশটেইল রেস সম্পন্ন করেছেন। যেখানে তিনি প্রথম বাংলাদেশিদের একজন হিসেবে রেস সমাপ্ত করেন। এছাড়া তিনি কোস্টাল আল্ট্রা বাংলাদেশ-৫০ কি.মি, ঢাকা ম্যারাথন, ভার্টিকেল আল্ট্রা, ওয়াইল্ড রেসার ৭০.৩, একটিভ পাল্স ডুয়াথলন বাংলাদেশ, আইরনম্যান ৭০.৩ ডেসারু কোস্ট মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন।

ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাঁর Ironman journey নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। 

ভবিষ্যতে মোস্তাফিজুর রহমান Ironman Full Distance World Championship–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান। পাশাপাশি AWA status অর্জন এবং বিশ্বের সবচেয়ে কঠিন endurance ইভেন্ট Norseman বা Rockman সম্পন্ন করাও তার স্বপ্ন। এছাড়া তিনি সুযোগ পেলে বিশ্বের অন্যতম প্রতীকী ও কঠিন সাঁতার অভিযান English Channel Crossing–এ অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

মোস্তাফিজুর রহমান বলেন, “আমি চাই বাংলাদেশের শিশুরা সাঁতারের মাধ্যমে আত্মবিশ্বাসী হোক। সাঁতার জীবন রক্ষাকারী দক্ষতা—এটি সবাইকে জানতে হবে। আমার Ironman যাত্রা তাদের জন্য হবে অনুপ্রেরণা।”

বিশ্বমঞ্চে তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে নতুন করে ভাবতে বাধ্য করবে—বাংলাদেশের অ্যাথলেটরাও বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2