মহান মে দিবসের প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় সেরা রংপুরের তিমিত

ড. ইউনূসের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন তিমিত মাগফুর।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারে মে দিবস পালন করে নয়া সরকার। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ে রচনা ও প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় সেরা প্রবন্ধ কারক হিসাবে বিজয়ী হয়েছে রংপুরের তিমিত মাগফুর।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছ থেকে পুরস্কার নেয় তিমিত মাগফুর। এই প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগড়ির ১৯ জন প্রতিযোগির মধ্যে প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের দ্বিতীয় স্থান ছিনিয়ে নেয় তিমিত মাগফুর।
বিভিন্ন সূত্রে জানা গেছে, পহেলা মে এর সঠিক ইতিহাস, এই দিনের তাৎপর্যসহ তিমিতের প্রবন্ধে উঠে আসে নিখুতভাবে। গতানুগতিক তথ্যের ধারা ভেঙে মহান মে দিবসের গুরুত্বপুর্ণ তথ্য এবং শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সেফটির নানা বিষয় তুলে ধরে তিমিত প্রবন্ধ লিখে। প্রতিযোগিতায় গঠিত মূল্যায়ন কমিটি তিমিত’র প্রবন্ধকে গুরুত্ব দেয় এবং প্রতিযোগি হিসাবে পুরস্কারের জন্য মনোনিত করে।
রংপুরের দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী তিমিত। তিমিত’র বাবা ড. মাগফুর হোসেন, রংপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক এবং মা’ আরিফা তাজরিমিন দীপা রংপুর টির্চাচ ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত।
শিশু তিমিত’র এই অর্জনে প্রশংসায় পঞ্চমুখ রংপুরের মানুষ। খুশি শিক্ষক, সহপাঠী ও স্বপ্ন বিলাসী সংগঠনের পরিচালনা পর্ষদও।
বিভি/এজেড
মন্তব্য করুন: