দক্ষিণ কোরিয়া থেকে ড. ফয়সাল হোসেনের পিএইচডি ডিগ্রী অর্জন

ড. মো. ফয়সাল হোসেন
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের ড. মো. ফয়সাল হোসেন দক্ষিণ কোরিয়ার স্বনামধন্য Wonkwang University থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে পিএইচডি (Ph.D) ডিগ্রী অর্জন করেছেন।
তিনি ২০১৮ সালের ৩'রা সেপ্টেম্বর থেকে পিএইচডি গবেষণার কার্যক্রম শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল— “The Impact of Bangladeshi Bank Service Quality On Customer Loyalty: Focusing on the Moderating Effects of Involvement and Mediating Effects of Perceived Value.” তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. না সাং গুন।
২০২৫ সালের ৭ই মে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার গবেষণার ফলাফল অনুমোদিত হয় এবং পরবর্তীতে ২০শে আগস্ট কনভোকেশন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রী প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ডীন, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন বিভাগের পিএইচডি গবেষকরা উপস্থিত ছিলেন।
ড. মোঃ ফয়সাল হোসেনের শৈশব থেকে শিক্ষাজীবনে অসামান্য মেধার প্রমাণ রয়েছে। তিনি ঢাকা কলেজ থেকে ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়া বিভিন্ন সময়ে স্কুলজীবন থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন পুরস্কার লাভ করেন। ইতোমধ্যে ব্যবসা এবং ম্যানেজমেন্ট সংক্রান্ত তার বেশ কিছু গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে (KCI, IJFMR, ACSE) প্রকাশিত হয়েছে।
তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার কুলশ্রী গ্রামের মোঃ আবু তাহের (মানিক) ও কোহিনুর আক্তার (লিলু)-এর মেঝ ছেলে।
পিএইচডি অর্জনের অনুভূতি জানাতে গিয়ে ড. ফয়সাল বলেন, “পিএইচডির মতো উচ্চশিক্ষা আমার জীবনের একটি বড় স্বপ্ন ছিল। আল্লাহর অশেষ রহমত ও আমার মা -বাবার দোয়ায় আমি সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি অত্যন্ত আনন্দিত যে দক্ষিণ কোরিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এই ডিগ্রী অর্জন করেছি। আমি আমার শ্রদ্ধেয় বাবা-মা, তত্ত্বাবধায়ক প্রফেসর, থিসিস মূল্যায়ন কমিটি, আমার স্ত্রী, দুই কন্যা এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই ডিগ্রি অর্জনে সহায়তা করেছেন। আমার অর্জিত জ্ঞান আমি দেশ, জাতি ও সহকর্মীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি। "
বিভি/এজেড
মন্তব্য করুন: