ঢাবিতে সুযোগ পাওয়া চা-বাগানের ইতি গৌড়কে আর্থিক পুরস্কার প্রদান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রী ইতি গৌড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। চা বাগানটি থেকে এই প্রথম কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন। বিষয়টি মৌলভীবাজরের জেলা প্রশাসক ও মৌলভীবাজার পুলিশ সুপারের নজরে আসলে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি থেকে সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।
রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ইতি গৌড়কে জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এদিকে এই অনন্য অর্জনের স্বীকৃতি হিসেবে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ইতিকে আমন্ত্রণ জানিয়ে শুভে”ছা জানান, মিষ্টিমুখ করান এবং তার সাফল্যের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আর্থিক পুরস্কার প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার স্বপ্ন বাংলাদেশে সবাই দেখে, তবে পরিশ্রমী ও মেধাবীরাই সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। চা বাগানের সীমিত সুযোগ সুবিধার মধ্যেও ইতি যেভাবে মেধা ও অধ্যবসায়ে সাফল্য অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তার সফলতার স্বীকৃতিস্বরূপ কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থ করেছি। ইতি গৌড় ভবিষ্যতে দেশ-বিদেশে সাফল্য অর্জন করে মৌলভীবাজারের নাম উজ্জ্বল করবে। চা বাগানের অন্য ছেলে মেয়েরাও ইতি গৌড়ের মত এগিয়ে যাবে সেই কামনা করি।
ইতির পিতা শংকর গৌড় এই সম্মাননা ও সহযোগিতার জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মেয়ের জন্য সবার দোয়া কামনা করেছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: