ছিন্নমূল নিয়ামুলের বাড়ি ফেরার গল্প শুনলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিয়ামুলকে খুঁজে পাওয়ার গল্প শুনলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিদুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহী-সহ শিশুরা। শিশুদের প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন 'শুনো আমাদের কথা' আনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয় প্রতিবেদককে। জানানো হয়, শিগগিরই প্রতিবেদকসহ বাংলাভিশনকে সম্মাননা স্মারক পৌঁছে দিবে চাইল্ড ম্যাসেজ পরিবার।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় শিশুদের এ অনুষ্ঠানে তৌফিক-ই ইলাহী চৌধুরী অংশ নেন। অনুষ্ঠানে তিনি শিশুদের সঙ্গে দুই ঘণ্টা জমিয়ে আড্ডা। শুনেন শিশুদের নানান অভিযোগ, অনুযোগ আর আবদার। আশ্বাস দেন নানান সমস্যা সমাধানের।
আয়োজকরা জানান, শুনো আমাদের কথা নামের শিশু বিষয়ক এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইন প্রধান ফয়সাল মাহমুদ। আয়োজনে শিশুরা একের পর এক প্রশ্ন করতে থাকেন অতিথিদের।
এক শিশু জানতে চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহীর কাছে, ৯ কোটি বই যেগুলো ছাপা হয়নি বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে তা কবে নাগাদ হাতে পাবে শিশুরা? জবাবে তৌফিক ইলাহী বলেন, প্রাথমিক শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। তবে অল্প সময়ের মধ্যেই পাবে।
আরেক শিশু তৌফিক ইলাহীর কাছে জানতে চান, আপনাকে কখনো প্রধানমন্ত্রীর শিশু বিষয়ক উপদেষ্টা করলে আপনি কী কী কাজ করবেন? জবাবে হেসে উপদেষ্টা বলেন, শিশুদের সমস্যা শুনতাম জেলাভিত্তিক।
তৌফিক ইলাহীর কাছে শিশু মন্ত্রণালয়ে সাপ্তাহে বা মাসে একবার প্রবেশ করতে সুযোগ দেওয়া উচিৎ বলে প্রস্তাব করেন চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, অচিরেই সরকার এটি চালু করবে এবং প্রধানমন্ত্রীর কাছে এটি প্রস্তাব রাখা হবে।
আরেক শিশু আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইন কলে ফয়সাল মাহমুদের কাছে জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাওনা অর্থ যেন বিশ্ব নেতারা দেয়, তা নিয়ে সংবাদ প্রচার করতে। জবাবে ফয়সাল মাহমুদ বলেন, দোহায় বিষয়টি প্রস্তাব করবেন তিনি। তবে দেশের উত্তরবঙ্গে মেয়ে শিশুদের প্যাড সমস্যাটি দ্রুত সময়ের মধ্যে তিনি আল জাজিরা'য় তুলে ধরবেন বলে জানান।
আয়োজনে বাংলাভিশনের কেফায়েত শাকিলকে শিশু নেয়ামুলকে খুঁজে পেতে সহায়তা করায় চাইল্ড মেসেজ বাংলা বিভাগ সম্মান জানায়। তাকে ধন্যবাদ জানান, শিশুসহ অংশ নেওয়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি।
চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।
বিভি/টিটি
মন্তব্য করুন: