• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

অর্ধকোটি টাকা ব্যয়ে ফরিদপুরে তৈরি হচ্ছে আ.লীগের সম্মেলন মঞ্চ

অর্ধকোটি টাকা ব্যয়ে ফরিদপুরে তৈরি হচ্ছে আ.লীগের সম্মেলন মঞ্চ

১২ মে অনুষ্ঠিত হচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। প্রায় ২০ হাজার নেতাকর্মী এতে উপস্থিত হবেন বলে ধারনা করা হচ্ছে। এজন্য শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এই সম্মেলনের শুধু মঞ্চ তৈরিতেই ব্যয় করা হচ্ছে ৫০ লাখ টাকা। ১ লাখ ৫ হাজার বর্গফুট জুড়ে তৈরি এই মঞ্চে ১৫ হাজার চেয়ারে বসার ব্যবস্থা থাকছে। বৈশাখী ঝড়ের চিন্তা মাথায় রেখে লোহার পোল দিয়ে মূল মঞ্চের কিছু অংশ জুড়ে তৈরি করা হয়েছে বিশেষ মঞ্চ। যাতে কালবৈশাখী ঝড়েও মঞ্চ ক্ষতিগ্রস্থ না হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এতথ্য।

০৪:২২ পিএম, ৬ মে ২০২২ শুক্রবার

কলেজ ছাত্রী প্রীতি ও আ.লীগ নেতা টিপু`র ঘাতক মাসুম গ্রেফতার

কলেজ ছাত্রী প্রীতি ও আ.লীগ নেতা টিপু`র ঘাতক মাসুম গ্রেফতার

মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডে জড়িত প্রধান শুটারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এঘটনায় আরো দুজনকে আটক করা হয়েছে। সূত্র জানায়, গতকাল শনিবার (২৭ মার্চ) এই তিনজনের মধ্যে একজনকে সাতক্ষীরা সীমান্ত থেকে এবং অন্য দু’জনকে রাজধানী ঢাকা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সাতক্ষীরা থেকে আটক করা যুবকই মূলত আলোচিত এই হত্যাকাণ্ডে শ্যুটার (গুলিবর্ষণকারী) হিসেবে অংশ নেয় বলে জানতে পেরেছে তদন্তকারীরা।

১২:০৮ পিএম, ২৭ মার্চ ২০২২ রবিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement