খুঁজাখুঁজির দিন শেষ: ChatGPT-তে একটা প্রম্পট, হয়ে যাবে কেনাকাটা
এই মুহূর্তে বিশ্বের কোটি কোটি মানুষের ভরসার নাম চ্যাটজিপিটি। আর এবার সেই চ্যাটজিপিটি এবার শুধুমাত্র পরামর্শ দেবে এমন নয়। এবার তারা সরাসরি জিনিসপত্র কেনাতেও সাহায্য করবে। OpenAI ঘোষণা করেছে, চালু হচ্ছে Instant Checkout ফিচার। আর সেই শুরু হচ্ছে Etsy এবং Shopify-এর মতো ই-কমার্স জায়ান্টদের সঙ্গে।
০৬:০৬ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার