• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে নতুন নির্বাহী কামরুল ইসলাম 

প্রকাশিত: ২২:০৪, ২৪ মার্চ ২০২২

আপডেট: ২২:১২, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
শাহজালাল বিমানবন্দরে নতুন নির্বাহী কামরুল ইসলাম 

গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলামকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই নিয়োগের ফলে তিনি গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানের স্থলাভিষিক্ত হলেন। বৃহসপতিবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 


সদ্য সাবেক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসানকে বিমান বাহীনিতে ফিরিয়ে নিতে তাকে স্বশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে।

 
অপর এক আদেশে সড়ক ও জনপদ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব হোসেন খানকে ‘ঢাকা ম্যাস র্যাসপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট(লাইন-৫): নর্দান রুট’ এর প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি গত ২ মার্চ থেকে বা যোগদানের তারিখ থেকে আরও দুই বছরের জন্য তিনি এই নিয়োগ পেয়েছেন।

বিভি/ এসআই

মন্তব্য করুন: