• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছেন অন্তত ৭০০ পর্যটক

প্রকাশিত: ১৩:১৩, ২ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
পাহাড়ি ঢলে সাজেকে আটকা পড়েছেন অন্তত ৭০০ পর্যটক

পাহাড়ি ঢলে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেক ভ্যালিতে ভ্রমণে গিয়ে অন্তত ৭০০ জন পর্যটক আটকা পড়েছেন। মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায়। ফলে সাজেকে ছোটবড় মিলে ১২৫ গাড়ি পর্যটক আটকা পড়ে। 

সাজেক কটেজ মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, সোমবার যেসব গাড়ি এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজকে (২ জুলাই) গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। অন্যদিকে সকালে খাগড়াছড়ি থেকেও কোনো গাড়ি সাজেকে প্রবেশ করতে পারেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার গণমাধ্যমকে বলেন, পাহাড়ি ঢলে কাচাংল নদীর পানি বেড়ে যাওয়ায় সাজেকের আশাপাশ এলাকা প্লাবিত হওয়ায় সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। যে কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানগুলো ছেড়ে যেতে পারেনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2