• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি নোটিশ

প্রকাশিত: ২১:৩৮, ৩০ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের ৫ আইনজীবী সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত করা এবং রাত্রীযাপন নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারকে আইনি নোটিশ দিয়েছেন। তাদের পক্ষে এ সংক্রান্ত নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, সরকার সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। নভেম্বরে সেখানে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবেন না। ২ হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারিতে দিনে। আর ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া পুরোপুরি বন্ধ রাখা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হবে তখন সেখানে।

তিনি সে সময় বলেছিলেনন, এসব পদক্ষেপ নেয়া হয়েছে পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে। এছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে সেন্টমার্টিনে।

এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন নোটিশ প্রাদানকারী আইনজীবীরা। আইনি নোটিশে তারা উল্লেখ করেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে পর্যটন মৌসুম। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর পর্যটক এই সময়ে বাংলাদেশ বিশেষ করে সেন্টমার্টিনে ঘুরতে আসে। পুরো পর্যটন শিল্পের ওপর প্রভাব ফেলবে সরকারের এই সিদ্ধান্ত। এর কারণে হাজার হাজার পরিবার এবং কোটি কোটি টাকার ক্ষতিসাধন হবে। তাই এই সিদ্ধান্ত রাষ্ট্রের কোনও কল্যাণ হবে না। পাশাপাশি এই সিদ্ধান্তে মানুষের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে।

তারা আগামী ৭ কার্যদিবসের মধ্যে সেন্টমার্টিনে ভ্রমণ বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন। অন্যথায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে জানান।

বিভি/এআই

মন্তব্য করুন:

আজকের সময়সূচী (২৩ মার্চ ২০২৫)

সেহরি:

০৬:০০

ইফতার:

০৬:১১

Drama Branding Details R2
Drama Branding Details R2