১ মাস পর খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো
দীর্ঘ ১ মাসের বেশি সময় পর আজ থেকে খুলে দেয়া হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন কেন্দ্রগুলো।
প্রথমদিনই সাজেক যেতে খাগড়াছড়ি শহরের কাউন্টার এলাকা পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সাজেক পরিবহন মালিক সমিতির তথ্য মতে, সকালে সাজেকের উদেশ্যে খাগড়াছড়ি ছেড়েছে ২৫টি পিকআপসহ অসংখ্য সিএনজি ও বাইক।
গেল ৮ অক্টোবর থেকে পর্যটকদের খাগড়াছড়িতে ভ্রমণে নিষেধাজ্ঞার পর আজ আবার চালু হওয়ায় খুব খুশি পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।
এরইমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজগুলো। সেপ্টেম্বর ও অক্টোবরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংস ঘটনার জেরে পর্যটকদের পার্বত্য চট্টগ্রামে ভ্রমণে বিরত থাকার আহ্বান জানো হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: