• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন নিয়ে যা বলছেন কক্সবাজার নাগরিক ফোরামের নেতারা

প্রকাশিত: ১৮:২৬, ৫ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৭, ৫ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
সেন্টমার্টিন দ্বীপে রাত্রিযাপন নিয়ে যা বলছেন কক্সবাজার নাগরিক ফোরামের নেতারা

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের আগমন সীমিতকরণ ও রাত্রিযাপন নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন কক্সবাজার নাগরিক ফোরামের নেতারা।  

কক্সবাজারের বিশিষ্টজন এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন তারা।

দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন জানান, পুরো পর্যটন মওসুমের মাঝে কোন সময় রাত্রিযাপন, আবার কোন সময়ে রাত্রি যাপন নয়, - এ ধরনের বৈষম্য দেশের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।

সংবাদ সম্মেলনে উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নৌবাহিনীর জেটি অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞ মহলের কোন ধরনের সমীক্ষা ছাড়াই এই জেটি নির্মাণ করা হয়। একই সাথে মহেশখালী দ্বীপসহ কক্সবাজার জেলায় পর্যটনের নতুন স্পট সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2