শীত উপেক্ষা করে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

শীত উপেক্ষা করে পর্যটন নগরী কক্সবাজারে নেমেছে লাখো পর্যটকের ঢল। হোটেল মোটেলে রুম মিলছে না। বার্ষিক পরীক্ষা শেষ ও টানা ছুটিতে মুখোর সৈকত শহর কক্সবাজার। মৌসুমে শত কোটি টাকার ব্যবসার আশা হোটেল মালিকদের।
শীত উপেক্ষা করে সাগরের নোনা জলে গা ভাসাচ্ছে শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সীরা। সৈকতের লাবনী বিচ থেকে কলাতলি হয়ে হিমছড়ি ইনানী পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার পর্যটকের কোলাহলে মুখর।
শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় অনেকে পরিবার পরিজন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে। এর মধ্যে সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি। আনন্দে কাটছে ভ্রমণ পিপাসুদের।
মধ্য জানুয়ারি পর্যন্ত আগাম বুকিং হয়ে গেছে সমুদ্র পাড়ের হোটেল মোটেলগুলোতে। প্রতিদিন আসছে হাজার হাজার পর্যটক। এ চাপ মার্চ পর্যন্ত থাকবে বলে আশা হোটেল ব্যবসায়ীদের।
পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যবেক্ষণ টাওয়ার ও নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে সৈকতকে নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুুপার আবুল কালাম।
সৈকতে পর্যটকদের উচ্ছাস যেন বেদনার না হয় সেজন্য সবাইকে সতর্ক হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের।
বিভি/এআই
মন্তব্য করুন: