• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশি-বিদেশি পর্যটকে মুখরিত কক্সবাজার

মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২:০১, ৩১ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
দেশি-বিদেশি পর্যটকে মুখরিত কক্সবাজার

সৈকত শহর কক্সবাজারে এখন দেশি-বিদেশি পর্যটকের ঢল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ সৈকত দিনভর মুখর থাকছে লাখো পর্যটকের পদভারে। পর্যটকদের বিনোদনে বিশেষ সুবিধা দিয়েছে দেশের একমাত্র সী অ্যাকুরিয়াম রেডিয়েন্ট ফিশওর্য়াল্ড কর্তৃপক্ষ। 

সমুদ্রের ঢেউ, সূর্যাস্তের দৃশ্য, দীর্ঘ মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা আর পাহাড়ের চূড়ায় সাগরের বিশালতা দেখার আশায় দেশ-বিদেশের অনেক পর্যটকের ভীড় এখন কক্সবাজারে। 

সাগরতলের অদেখা জগৎ ও সামুদ্রিক জীব বৈচিত্র সম্পর্কে জানতে পর্যটকরা ছুটে যান শহরের ঝাউতলায় অবস্থিত রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড সী এ্যাকুরিয়ামে। সেখানে দুই শতাধিকের বেশি বিভিন্ন প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণির সমাহার। যোগ হয়েছে মিঠা ও লোনা পানির বিচিত্র প্রজাতির মাছ ও নয়নাভিরাম সৌন্দর্যের ছোঁয়া। 

সামুদ্রিক সম্পদ ও পরিবেশবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৈকতের সুগন্ধা পয়েন্টে ফ্রি লটারী সিস্টেম চালু করা হয়েছে। জিতলেই ফ্রিতে অ্যাকুরিয়াম দেখা ও গবেষণা করতে পারবেন পর্যটকরা। 


ভ্রমণ পিপাসু পর্যটকদের বিনোদনের কথা মাথায় রেখে জেলা প্রশাসন নতুন নতুন পর্যটনস্পট তৈরির কথা জানান কক্সবাজার জেলা প্রাশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট নিজাম উদ্দিন আহমেদ। 

ব্যক্তি উদ্যোগে আরও বিনোদন স্পট গড়ে তুলে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করা গেলে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব, মনে করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
 

মন্তব্য করুন: