• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

দ্বিগুন বেড়েছে সুন্দরবনে ভ্রমণ খরচ, ক্ষুব্ধ পর্যটকরা

জসিম উদ্দিন, মোংলা

প্রকাশিত: ১৯:০৭, ১২ মার্চ ২০২২

আপডেট: ২০:১৫, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দ্বিগুন বেড়েছে সুন্দরবনে ভ্রমণ খরচ, ক্ষুব্ধ পর্যটকরা

দ্বিগুন বেড়েছে সুন্দরবনের ভ্রমণ খরচ। মৌসুমের শেষ সময়ে বনবিভাগের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। 

ফেব্রুয়ারি থেকে সুন্দরবনে সব ধরনের রাজস্ব্ব বাড়িয়েছে সংশ্লিষ্ট মন্ত্রনালয়। এতে করমজল আর গভীরবন কটকা, কচিখালী, নীলকমল, হিরণ পয়েন্ট, নোটাবেকী, পুষ্পকাঠী, মান্দারবাড়িয়া, হলদেবুনিয়ারমত অভয়ারণ্যগুলোতে দেশি-বিদেশি পর্যটকদের প্রতিদিন ভ্রমণ ফি দ্বিগুন হয়েছে। সাথে  রয়েছে ১৫ শতাংশ ভ্যাট। পর্যটকরা বলছেন, পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা না বাড়িয়ে রাজস্ব বাড়ানো অযৌক্তিক।


অন্যদিকে, পাশাপাশি সমানতালে বেড়েছে বনজীবীদের ওপর রাজস্ব। জীবিকা নিয়ে চরম শঙ্কায় তারা। রাজস্ব বাড়ানো হয়েছে গোলপাতা, মাছ ও কাঁকড়ার ওপর। গোলপাতা প্রতি কুইন্টাল ২৫ টাকা থেকে ৬০ টাকা, মাছের রাজস্ব প্রতি কুইন্টালে ১২০০ টাকা থেকে ২৪০০ টাকা ও কাঁকড়া কুইন্টাল প্রতি ২৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। এতে ক্ষুব্ধ বনজীবিরা। 

আরও পড়ুন:

 

সুন্দরবনের,অপরুপ সৌন্দর্য উপভোগ করতে বাড়তি রাজ্বস্ব বাধা হবে না বলে মনে করেন পুর্ব সুন্দরবনের রাজস্ব কর্মকর্ত হাওলাদার আজাদ কবির। 

রাজস্ব বাড়ানোর সাথে সাথে সুন্দরবনের পর্যটন স্পটগুলোকে নতুন করে ঢেলে সাজানোর দাবি ভ্রমণপিপাসুদের। 

 

মন্তব্য করুন: