গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের

গাজায় ইসরায়েলি হামলা বন্ধ ও ভারতের বিধান সভায় অনুমোদনকৃত ওয়াকফ আইন বাতিলের দাবি করেছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরী। সোমবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করেছেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এলবার্ট পি কস্টা বলেন, গাজায় যে বর্বরোচিত হামলা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে গাজায় হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আঞ্চলিক সাম্প্রদায়িক ‘সম্প্রীতি বজায় রাখতে’ সংশোধিত ওয়াকফ আইন ভারত পুনর্বিবেচনা করবে বলে আশা করি।
বিজ্ঞপ্তিতে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি বলেন, আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে, ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষ্যমমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। ভারতের মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন ‘মুসলিম ওয়াকফ (সংশোধন) বিল-২০২৪’ অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকা সমুন্নত রেখে এই আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন: