• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গাজায় নৃশংসতার প্রতিবাদ: ১২ এপ্রিল দেশে এক নতুন সমাবেশের আশাবাদ ব্যক্ত করলেন আহমাদুল্লাহ

প্রকাশিত: ২২:৩৫, ১০ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৩৯, ১০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গাজায় নৃশংসতার প্রতিবাদ: ১২ এপ্রিল দেশে এক নতুন সমাবেশের আশাবাদ ব্যক্ত করলেন আহমাদুল্লাহ

গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ১২ এপ্রিল (রবিবার) 'মার্চ ফর গাজা'  শিরোনামে জমায়েতের ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। ওই দিন দেশ এক নতুন বিক্ষোভ-সমাবেশের চিত্র দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে এ বলেন, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এমন একটি বিক্ষোভ-সমাবেশ হতে যাচ্ছে, যেখানে সকল রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোত আগামী ১২ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায় মিলিত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেন, 'যেখানে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব। 

যেমন: বায়তুল মোকাররমের খতীব মাওলানা আব্দুল মালেক, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ মিজানুর রহমান আজহারী, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিগণ।

মানবতার জন্য এদিন আপনিও আসুন সোহরাওয়ার্দী উদ্যানে। কাছের মানুষকে আসতে উদ্বুদ্ধ করুন। সম্ভব হলে সন্তানকেও সঙ্গে আনুন। তারাও জানুক পবিত্র ভূমির মানুষের মর্মন্তুদ দুঃখগাঁথা।

পাশাপাশি বিপুল জমায়েতের সুযোগে কোনো অসাধু চক্র যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকুন।'

বিভি/টিটি

মন্তব্য করুন: