খাগড়াছড়িতে সাংগ্রাইং উৎসবে শতাধিক বুদ্ধ ভিক্ষুকে মহাসংঘদান

ছবি: ওয়াদুদ ভূইয়ার মহাসংঘদান
বর্ণিল আয়োজনে ও নানা আনুষ্ঠানিকতায় মারমা সম্প্রদায়েরর ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব উপলক্ষ্যে খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা কল্যান সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ১১০ জন বুদ্ধ ভিক্ষকে মহাসংঘদান করা হয়েছে। আজ মঙ্গলবার(১৫ এপ্রিল) খাগড়াছড়ি জেলা শহরের বটতলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। অনুষ্ঠানে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন,অষ্টপরিখারা দান,পিন্ডদান,কল্পতরু দান ও নানাবিদ দান করা হয়।
ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিবাদ হাসিনা মুক্ত পরিবেশে সারাদেশের মতো পার্বত্যবাসীও মন-প্রাণ খুলে তাদের প্রধান সমাজিক উৎসব বৈসাবি পালন করছে। এ উৎসব পালনের মধ্য দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি আরো সু-দৃঢ় হবে। তিনি অভিযোগ করেন, বৈসাবি উৎসব বানচাল করার জন্য পলাতক হাসিনার দোসরা নানাভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু উৎসবের জোয়ারে তাদের সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পাহাড়ে এবারের বৈসাবি উৎসব গোটা বাংলাদেশের জন্য অনুকরণীয়। এখানে বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের মধ্যে সকল সম্প্রদায়ের মধ্যে মেলবন্ধন গড়ে উঠছে এবং সহাবস্থান তৈরি হয়েছে। এটি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতিচ্ছবি। আমরা যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই ধরনের উৎসব তাতে সহায়ক ভূমিকা পালন করবে।’
এ সময় বাংলাদেশ মারমা কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মংসুইথোয়াই চৌধুরী মারমা ও সাধারণ সম্পাদক উচিংথোয়াই মগ মারমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: