• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দক্ষ-সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে আস-সুন্নাহ’র ড্রাইভিং স্কুল চালু

প্রকাশিত: ২২:০১, ১৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দক্ষ-সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে আস-সুন্নাহ’র ড্রাইভিং স্কুল চালু

দক্ষ ও সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে ড্রাইভিং স্কুল চালু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। 

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, 'একই সাথে দক্ষ ও সৎ ড্রাইভারের বড় অভাব এ দেশে। অথচ দক্ষ ও সৎ ড্রাইভারের ব্যাপক চাহিদা রয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে।

কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ ও সৎ ড্রাইভার তৈরির লক্ষ্যে চালু হয়েছে আস-সুন্নাহ ড্রাইভিং স্কুল। এখানে বিআরটিএ নিবন্ধিত পেশাদার ও অভিজ্ঞ ট্রেইনার দ্বারা অটো ও ম্যানুয়াল গাড়ি চালানো শেখানো হয়। 

ইতোমধ্যে প্রথম ব্যাচের চব্বিশ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এখন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অধীনে পরীক্ষা এবং লাইসেন্সের জন্য অপেক্ষমান রয়েছেন। 

এই কোর্সে শেখানো হয়: গাড়ি চালানোর তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান, যন্ত্রাংশ পরিচিতি, ট্রাফিক আইন, রক্ষণাবেক্ষণ কৌশল, মৌলিক ইসলামি জ্ঞান ইত্যাদি।

উল্লেখ্য, আর্থিক অবস্থা বিবেচনা করে প্রশিক্ষণার্থীদের শতভাগ স্কলারশিপ দেয়া হয়। 
বেকারত্ব দূরের পাশাপাশি ড্রাইভিং সেক্টরে দক্ষ ও সৎ ড্রাইভারের যে শূন্যতা রয়েছে, আমাদের এই প্রকল্প সেই শূন্যতা পূরণে বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2