• NEWS PORTAL

  • শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

নতুন মা‌র্কিন রাষ্ট্রদূত হয়ে ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রকাশিত: ১৯:২৪, ১৯ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নতুন মা‌র্কিন রাষ্ট্রদূত হয়ে ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন সিনেট তাকে নিয়োগ দেয়ার বিষয়টি অনুমোদন করেছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের তথ্য নি‌শ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন নি‌জেই। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সোশ্যাল মি‌ডিয়া প্ল্যাটফর্ম লিংকডইনে তিনি এই ঘোষণা দেন। ব্রেন্ট জানান, বাংলা‌দে‌শের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তরে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটন এবং বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই কর্মকর্তা এর আগে মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি আমেরিকার বৈশ্বিক কৌশলগত সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর বাইরেও তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ এবং হো চি মিন সিটির মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের পাশাপাশি উত্তর কোরিয়া নীতি ও অস্ত্র হস্তান্তর বিষয়ক দপ্তরেও কাজ করেছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2