• NEWS PORTAL

  • শনিবার, ২৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালদ্বীপে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

প্রকাশিত: ২১:৪০, ১৮ মে ২০২৫

আপডেট: ২১:৪০, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
মালদ্বীপে ‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম

‘ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৫’ পেয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করেন তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর বিভিন্ন সেক্টরে কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী হারিস মোহামেদের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তিনি।  

পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফিটনেস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রাণালয় ডেপুটি মিনিস্টার হোসাইন নিহাদ, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রাণালয়ের ডেপুটি মিনিস্টার আবদুল জলিল ইসমাইল, এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. গোলাম ফারুক মাজনু, মালেতে অবস্থানরত বাংলাদেশ মিশনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশ থেকে আগত অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2