• NEWS PORTAL

  • শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বার্ষিক ফ্যান ফেস্টিভ্যালে বিশেষ ছাড় ও সেবা দিচ্ছে রিয়েলমি

প্রকাশিত: ১৬:৪৬, ২১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বার্ষিক ফ্যান ফেস্টিভ্যালে বিশেষ ছাড় ও সেবা দিচ্ছে রিয়েলমি

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও ভক্তদের জন্য উৎসাহ এবং উচ্ছ্বাসে ‘রিয়েলমি বার্ষিক ৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল’ এর আয়োজন করছে। এ উপলক্ষে আগামী ৩১ আগস্ট পর্যন্ত রিয়েলমি স্পেয়ার পার্টস বা খুচরা যন্ত্রাংস ক্রয় এবং সার্ভিসিং ও ব্যাটারি পরিবর্তন সেবায় বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার চলছে; যা বিক্রয় পরবর্তী সময়েও ক্রেতাদের প্রতি রিয়েলমির প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করে।

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রাহকরা সারা বাংলাদেশে রিয়েলমির সব এক্সক্লুসিভ ও অনুমোদিত সার্ভিস সেন্টারে বিশেষ সেবার সুবিধা ও ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে — স্পেয়ার পার্টসে ১০% ছাড়, সার্ভিস চার্জে ৫০% ছাড়, রিয়েলমি৮ এর ব্যাটারি রিপ্লেসমেন্ট মাত্র ১০০০ টাকায়, আর সব মডেলের ব্যাটারি পরিবর্তনের অফার মাত্র ১৫৯৯ টাকায় কোনো সার্ভিস চার্জ ছাড়াই (তবে এই অফার নারজো ৫০এ, রিয়েলমি ৭আই, জিটি মাস্টার এবং জিটি নিও ২ মডেলের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

এছাড়াও, গ্রাহকরা বাংলাদেশের রিয়েলমি সার্ভিস সেন্টার-এর ফেসবুক পেজ (https://www.facebook.com/realmeServiceBD) ফলো করলে পেতে পারেন একটি ফ্রি চাবির রিং, আর যেকোনো পার্টস পরিবর্তনে পেতে পারেন একটি ফ্রি মোবাইল স্ট্যান্ড। এই অফারটি প্রযোজ্য হবে ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট, ২০২৫  পর্যন্ত।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2