মিরাজকে খুঁজছে পরিবার

ঢাকার লালবাগের নিউপল্টন (বিজিবি ৩ নং গেইট সংলগ্ন) এলাকা থেকে মিরাজ হোসেন ফাহিম (১৯) নামে এক শিক্ষার্থী হারিয়ে গিয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০টার সময় মন খারাপ করে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার। সেদিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা খোকন মিয়া।
খোকন মিয়া জানান, বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সবুজ টিশার্ট ও কালো প্যান্ট। সাথে ছিল অ্যাকাডেমিক সনদপত্রসহ প্রয়োজনীয় ডকুমেন্টস। সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে অনার্সে ভর্তির অপেক্ষায়।
মিরাজের স্থায়ী ঠিকানা: গ্রাম – ভানু মল্লিকের কান্দি, ডাকঘর – কাজিয়ার চর, ইউনিয়ন -বিলাসপুর, উপজেলা -জাজিরা, জেলা- শরিয়তপুর।
নিখোঁজ মিরাজ হোসেন ফাহিমের সন্ধান পেলে ০১৭২৬৩৭৩০৭৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
বিভি/এসজি
মন্তব্য করুন: