• NEWS PORTAL

  • বুধবার, ২১ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৩ মাসেই হাফেজ হলেন ৮ বছরের মাশেকুর

প্রকাশিত: ১৯:১৯, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
১৩ মাসেই হাফেজ হলেন ৮ বছরের মাশেকুর

আট বছর বয়সি শিশু মো. মাশেকুর রহমান ১৩ মাসেই হয়েছেন কুরআনের হাফেজ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ধীতপুর গ্রামে অবস্থিত হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন সুন্নীয়া মাদ্রাসায়ে পড়ে এ শিশু। তার এমন সফলতায় খুশি পরিবারসহ এলাকাবাসী।

মাশেকুর ওই গ্রামের প্রবাসী মো. দুলাল মিয়ার ছেলে। চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সদ্য হাফেজ হওয়া এ শিশু।

হাফেজ মাশেকুরের চাচা বিল্লাল মিয়া বলেন, ‘আমার প্রবাসী ভাইয়ের ছেলে অল্প সময়ে পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছে। আমরা পরিবারের পক্ষ থেকে আল্লাহ ও তাহার উস্তাদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। যেন সে বড় হয়ে ভালো আলেম হতে পারে।’

হযরত শাহ জালাল (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ ক্বারী কামাল উদ্দিন বলেন, ‘মাশেকুর অনেব মেধাবী। আমাদের সহযোগিতায় সে হাফেজ হয়েছে। এতে আমরা অনেক খুশি।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2