রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণে অনুদানের টাকা হস্তান্তর

পররাষ্ট্র উপদেষ্টার স্বেচ্ছাধীন তহবিল থেকে সাংবাদিক কল্যাণে রায়পুরা প্রেসক্লাবকে অনুদানের টাকা হস্তান্তর করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
রবিবার (২৯ জুন) সকালে রায়পুরা নির্বাহী অফিসারের অফিসে এ টাকা হস্তান্তর করা হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদানের ৫০ হাজার টাকা রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক রফিকুল হক রফিকের নিকট হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা মো. মোস্তফা খান, রায়পুরা উপজেলা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মো. রিপন মিয়া, রায়পুরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক খন্দকার শাহ নেওয়াজ, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
বিভি/টিটি
মন্তব্য করুন: