ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকাস্থ ইরান দূতাবাসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি-র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উক্ত সাক্ষাতে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন নায়েবে আমির, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এ সময় ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি যুদ্ধবাজ ইসরাইল আন্তর্জাতিক আইন, রীতি-নীতি ও জাতিসংঘ ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হানে। দখলদার ইসরাইলের এই আক্রমণে ইরানি জনগণের জানমালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ইরানের অনেক সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। বাংলাদেশের জনগণ, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুদ্ধবাজ ইসরাইলের এই আগ্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি সমর্থন ব্যক্ত করে। রাষ্ট্রদূত মি. মানসুর চাভোসি জামায়াতের এই ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’
এ সময় ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন। সেই সঙ্গে নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও, ভবিষ্যতে ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: