মাহাথিরকে শততম জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুশফিকুল ফজল আনসারী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার শততম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। ১০ জুলাই মাহাথির মোহাম্মদের শতবর্ষ পূর্ণ হলো।
শুক্রবার (১১ জুলাই) মুশফিকুল ফজল আনসারী ফেসবুক পোস্টে এই শুভেচ্ছা জানান।
রাষ্ট্রদূত মুশফিক লেখেন, শুভ জন্মদিন ড. মাহাথির মোহাম্মদকে। আপনি একজন জীবন্ত কিংবদন্তি, যিনি একটি শতাব্দীর ইতিহাসের সাক্ষী ও নির্মাতা। নেতৃত্ব, প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য আপনাকে শ্রদ্ধা।
স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনাকে স্বাগত জানানোর সৌভাগ্য হয়েছিল — সেই স্মৃতি আজও অনন্য প্রেরণা হয়ে আছে। আপনার সুস্থতা, শান্তি ও দীপ্তিময় জীবনের জন্য অশেষ শুভকামনা।'
বিভি/টিটি
মন্তব্য করুন: