• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজার হাসপাতালে শিশুদের ফর্মুলা দুধ বিতরণে টিম হাফেজ্জী! 

প্রকাশিত: ২১:৩৫, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গাজার হাসপাতালে শিশুদের ফর্মুলা দুধ বিতরণে টিম হাফেজ্জী! 

উত্তর গাজার আব্দুল আজিজ রানতিসি হাসপাতালে ফর্মুলা দুধ বিতরণ করেছে বাংলাদেশের হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। এছাড়াও নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে টিম হাফেজ্জী। 

স্থানীয় তত্ত্বাবধান ও হাসপাতালের অনুমতিক্রমে কার্যক্রম সম্পন্ন এই কার্যক্রমটি পরিচালিত হয় গাজার স্থানীয় টিমের তত্ত্বাবধানে এবং হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অনুমতির ভিত্তিতে। স্থানীয়রা এই উদ্যোগকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, চলমান যুদ্ধের ফলে দুধ সংকট ও শিশুদের অপুষ্টিজনিত বিপর্যয় মোকাবেলায় এই সহায়তা অত্যন্ত জরুরি ছিল।

হাফেজ্জী চ্যারিটেবল কর্তৃপক্ষ জানায়, এই প্রকল্প শুধু ফর্মুলা দুধ পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়—এটি আমাদের পক্ষ থেকে এক ভালোবাসার বার্তা: ‘বাংলাদেশ গাজার পাশে আছে। সংস্থাটি মাসব্যাপী গাজার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে খাদ্য, পানি, চাল, সবজি ও ওষুধ বিতরণ করছে। প্রতিটি প্রকল্পে রয়েছে একনিষ্ঠতা, স্বচ্ছতা ও ত্যাগের অনুপম দৃষ্টান্ত।

চারটি সরকারি হাসপাতালে সরাসরি অনুমতিসহ কার্যক্রম উল্লেখযোগ্য বিষয় হলো—সংস্থাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি লিখিত অনুমতিপত্র প্রাপ্ত একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান, যারা চারটি সরকারি হাসপাতালে নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। সবকিছুই পরিচালিত হচ্ছে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম এবং অভিজ্ঞ আইনবিদদের পরামর্শ ও দিকনির্দেশনায়। প্রতিটি প্রজেক্টের হিসাব-নিকাশ চলছে আন্তর্জাতিক মানসম্পন্ন অডিট প্রতিষ্ঠান ও ল ফার্মের মাধ্যমে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে উপমহাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক হাফেজ্জী হুজুর (রহ.)-এর নামে। গাজার যুদ্ধে শুরু থেকেই তারা মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের চলমান সহায়তা কার্যক্রমে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন প্রজেক্ট—যেখানে দেখা যায় সহমর্মিতা, প্রস্তুতি ও কাঠামোগত দায়িত্বশীলতা।

বিভি/এজেড

মন্তব্য করুন: