• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বামীকে বাঁচাতে লিভারের কিছু অংশ দিলেন স্ত্রী, অতঃপর দুজনেরই মৃত্যু

প্রকাশিত: ২০:২৪, ২৫ আগস্ট ২০২৫

আপডেট: ২০:২৪, ২৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
স্বামীকে বাঁচাতে লিভারের কিছু অংশ দিলেন স্ত্রী, অতঃপর দুজনেরই মৃত্যু

প্রতীকী ছবি

স্বামীকে লিভারের কিছু অংশ দান করেছিলেন স্ত্রী। তবে শেষ রক্ষা হয়নি। প্রতিস্থাপনের পরে দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনা ভারতের পুণেতে একটি বেসরকারি হাসপাতালে ঘটেছে। এতে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর।

সোমবার (২৫ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

মৃত স্বামী-স্ত্রীর নাম-বাপু কোমকার ও কামিনী কোমকার। 

প্রতিবেদনে বলা হয়েছে, বাপু কোমকারকে লিভারের কিছু অংশ দান করেন স্ত্রী কামিনী কোমকার। ১৫ আগস্ট বাপুর লিভার প্রতিস্থাপন করা হয়।

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পরেই বাপুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ১৭ আগস্ট তিনি মারা যান। ২১ আগস্ট তার স্ত্রীর সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার সময়ে তারও মৃত্যু হয়। পরে পরিবার অভিযোগ জানায় রাজ্য স্বাস্থ্য দফতরে।

বিষয়টি জানার পর মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর নাগনাথ ইয়েমপাল্লে জানিয়েছেন, সোমবারের মধ্যে ওই দুই রোগীর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীদের বয়ানের ভিডিও জমা করতে বলা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সব রকম তথ্য দিয়ে তদন্তে সাহায্য করতে প্রস্তুত। কোমকার পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন, বাপুর বিভিন্ন রকম শারীরিক জটিলতা ছিল। তাছাড়া এই প্রতিস্থাপনের প্রক্রিয়ায় কতটা ঝুঁকি থাকে, তা বাপুর পরিবার এবং অঙ্গদাতাকে বোঝানো হয়েছিল। হাসপাতালের তরফে জানানো হয়েছে, অঙ্গদানের পরে দাতা প্রাথমিক ভাবে সুস্থ ছিলেন। আচমকাই সেপটিক শক হয়। তার জেরে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2