• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্য ফি বাড়ানোয় আইবিডব্লিউএফ’র প্রতিবাদ

প্রকাশিত: ০১:১৪, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্য ফি বাড়ানোয় আইবিডব্লিউএফ’র প্রতিবাদ

চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্য ভর্তি ফি ও বার্ষিক নবায়ন ফি অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে দেশের অন্যতম বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ)।

মঙ্গলবার (২৬ আগস্ট) সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মুহম্মদ শহিদুল ইসলাম ও মহাসচিব ডা. আনোয়ারুল আজীমের নেতৃত্বে কেন্দ্রীয় ম্যানেজমেন্ট কমিটির ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধিদলে আরও ছিলেন— সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ডিসিসিআই-এর সাবেক সহ-সভাপতি এম. আবু হুরায়রাহ, আইবিডব্লিউএফ ঢাকা দক্ষিণের সভাপতি মো. আমিনুর রহমান, এমসিস সদস্য এ.কে.এম. রফিকুন্নবী, চট্টগ্রাম মহানগর আইবিডব্লিউএফ-এর সহ-সভাপতি হুমায়ুন কবীর পাটোয়ারী এবং ঢাকা মহানগর উত্তর-এর সেক্রেটারি সাব্বির আহমেদ।

স্মারকলিপিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর আলোকে প্রণীত বাণিজ্য সংগঠন বিধি ২০২৫ অনুযায়ী সদস্য ভর্তি ফি ১৫ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা নতুন উদ্যোক্তা এবং ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

নেতারা বলেন, এর আগে অর্ডিনারি মেম্বারের ভর্তি ফি ছিল ১,৬০০ টাকা ও নবায়ন ফি ৮০০ টাকা। অ্যাসোসিয়েট মেম্বারের ক্ষেত্রে ভর্তি ফি ছিল ৮০০ টাকা ও নবায়ন ফি ৪০০ টাকা। হঠাৎ কয়েক হাজার শতাংশ বৃদ্ধি নজিরবিহীন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য মারাত্মক চাপ সৃষ্টি করবে।

তারা দাবি করেন, ভর্তি ফি ও নবায়ন ফি সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু ১৫ হাজার টাকা ভর্তি ফি এবং ৫ হাজার টাকা বার্ষিক চাঁদা ব্যবসায়ী সমাজ বিশেষত নতুন উদ্যোক্তাদের চেম্বারে অন্তর্ভুক্তির পথ রুদ্ধ করবে, যা দেশের ব্যবসা-বাণিজ্যের জন্যও ক্ষতিকর হবে।

বিভি/কেএস/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2