বাংলাভিশনে সংবাদ প্রকাশের জেরে রেড ক্রিসেন্টের প্রতিবাদ

“রেড ক্রিসেন্টে অস্থিরতা: চেয়ারম্যানের একচ্ছত্র আধিপত্যে যেন আওয়ামী পুনর্বাসন কেন্দ্র” শিরোনামে একটি সংবাদ সম্প্রচারিত হয়েছে বাংলাভিশনে। ওই সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
প্রতিবাদ জানিয়ে সংগঠনটি বিবৃতি দিয়েছে, গত ১৪ আগস্ট বাংলাভিশন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম নিয়ে “রেড ক্রিসেন্টে অস্থিরতা: চেয়ারম্যানের একচ্ছত্র আধিপত্যে যেন আওয়ামী পুনর্বাসন কেন্দ্র” শিরোনামে যে সংবাদ সম্প্রচারিত হয়েছে, তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান কার্যক্রম, ব্যবস্থাপনা এবং নিরপেক্ষ মানবিক সেবা নীতির সম্পূর্ণ পরিপন্থী, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে উপস্থাপিত।
তারা আরও বলেছে, প্রচারিত প্রতিবেদনে মানবিক এই প্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগ তোলা হয়েছে দলীয়করণ, অযোগ্য ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগ-পদোন্নতি-বদলী, চাকুরিচ্যুতি ও ভয়ভীতি প্রদর্শন এবং সোসাইটির কর্মকর্তাদের সিন্ডিকেট ও আর্থিক দুর্নীতি। যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সোসাইটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ডা. মো. আজিজুল ইসলাম এর নেতৃত্বে বর্তমান বোর্ড সোসাইটির সার্বিক শৃঙ্খলা, সুশাসন ও মানবিক কার্যক্রম নিশ্চিতে কাজ করছে।
বিগত সময়ে অনিয়ম ও দুর্নীতির দায়ে চাকুরীচ্যুত কিছু অসৎ কর্মকর্তাদের যোগসাজশে রেড ক্রিসেন্ট সোসাইটির সুনাম ক্ষুণ্ন করত এ ধরণের সংবাদ প্রচারে সক্রিয় রয়েছে একটি মহল। বিশেষ এই মহলের তৈরীকৃত এসব মিথ্যা ও বানোয়াট তথ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাবমূর্তি নষ্টসহ দায়িত্বরত কর্মকর্তাদের সম্মান হানি হচ্ছে বলেও দাবি করেছে সংগঠনটি।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের একটি গুরুত্বপূর্ণ মানবিক সংস্থা যা জরুরী পরিস্থিতিতে জনগণকে মানবিক সহায়তা প্রদান করে এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে দায়বদ্ধ। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সোসাইটির সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকরা আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
একই প্রতিবাদ লিপিতে ভবিষ্যতে এধরণের বিভ্রান্তিকর সংবাদ সম্প্রচার থেকে বিরত থাকতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিভি/ইএ/এজেড
মন্তব্য করুন: